হোম > জাতীয়

বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১টায় বিক্ষোভে যোগ দেন শিক্ষার্থীরা। 

এর আগেও তিন দফা সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতিসহ বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি করেন আইনজীবীরা। 

এদিকে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সভা স্থগিত করেছেন বলে সকাল ১০টার দিকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। শহীদ আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। অবিলম্বে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি

নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন—ইসিকে আইজিপি

কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুর: ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা

গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

২৫ ডিসেম্বর যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ