হোম > জাতীয়

ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

নূর মোহাম্মদ আজমি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদন রেডি করছি। কাল শুনানি হতে পারে।’

এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এর পর থেকেই আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, রিকশাচালকদের আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

হাইকোর্ট আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি দায়ের করেন।

আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, প্যাডেলচালিত রিকশার সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন