হোম > জাতীয়

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জরুরি সহায়তা মিশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জরুরি মানবিক সহায়তা মিশন সমাপ্ত। ছবি: আইএসপিআর

মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সফল ও সুসমন্বিত মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় পরিচালিত এই মিশনে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মান জানাতে আজ বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক দেন।

আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে ঢাকাস্থ মিয়ানমারের মিলিটারি, নেভাল ও এয়ার এটার্চসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একটি প্রেস ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দুর্গত এলাকায় উদ্ধার ও চিকিৎসাসেবার পাশাপাশি ১২০ টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মাননা স্মারক দেন। ছবি: আইএসপিআর

বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা করায় প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সব সরকারি-বেসরকারি সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ