হোম > জাতীয়

কর্মী প্রেরণে বাংলাদেশ-বসনিয়া সমঝোতা আলোচনায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণে বসনিয়ার সঙ্গে সমঝোতা সইয়ের বিষয়ে আলোচনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিক এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বুধবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও ‍উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান প্রমুখ।
 
বৈঠকে তাঁরা বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বসনিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যে কোনো অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন। 

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক