হোম > জাতীয়

শ্রম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ঢাকা

মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

মন্ত্রিসভার পরিধি বাড়বে কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রী বলতে পারবেন। তবে শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো ছোট রাজনৈতিক দল না। তারা বৃহৎ একটি সংগঠন। তাদের ভুলের কারণে হয়তো তারা এখন বিভিন্ন কর্মসূচি থেকে পিছিয়ে আছে। 

বিএনপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, তারা প্রথম বলেছিল যে এ সরকার নির্বাচন করতে পারবে না। এরপর বলে নির্বাচন করতে পারলেও পাঁচ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এরপর আবার তারা বলেছেন ১৫ দিনের বেশি এই সরকার টিকবে না।

বিএনপির ১৩ জন নেতা-কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যাঁরা মারা গেছেন তাঁরা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টডিতে মারা গেলেন? সে সংক্রান্ত কোনো তালিকা তাঁদের কাছে দেওয়া হয়নি। এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো বলে মন্তব্য করেন তিনি।

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ