হোম > জাতীয়

টিকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ জটিলতার পর টিকা প্রাপ্তিতে সাড়া মিলেছে রাশিয়ার। দেশটির কাছ থেকে টিকা কিনতে ঝুলে থাকা চুক্তি এবার সম্পন্ন করেছে সরকার।

আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা স্পুতনিক–ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা। 

তিনি বলেন, টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশকিছু বিষয়ে রুশ সরকারকে সংশোধনী দেওয়া হয়েছিল। সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এতে করে দেশটির ভ্যাকসিন পেতে আরও একধাপ এগিয়ে গেল দেশ। 

এর আগে গত রোববার রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগনাতোভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে করোনা মোকাবিলায় সহায়তা করতে প্রস্তুত। টিকা পেতে চুক্তি প্রায় হয়ে গেছে, খুব দ্রুতই এটি সম্পন্ন হবে। 

গত বছরের নভেম্বরে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের সঙ্গে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার তিন কোটি ডোজ কেনার চুক্তি করে সরকার। কিন্তু দুই দফায় মাত্র ৭০ লাখ টিকা দিলেও এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ টিকা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। আগস্টে আসার সম্ভাবনা থাকলেও রয়েছে আশঙ্কা। 

পরে টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে বিকল্প উপায়ে চীনের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এপ্রিলের দিকে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। পরে মাসে চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিন্তু টিকার দাম নিয়ে রাশিয়ার দেওয়া শর্তের বিপরীতে ২৯টি সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়।

দেশটি থেকে প্রাথমিকভাবে এক কোটি টিকা কেনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি ফর্মুলা গোপনের শর্তে টিকা উৎপাদনের কথা রয়েছে। 

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি