হোম > জাতীয়

পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে মন্তব্য করতে চান না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এটিই সরকারের সার্বিক নির্দেশনা। তাই এ বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘১ জুলাইয়ের পর যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ দেবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও যেখানে যোগ দেবেন, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। অবশ্যই সেটি সরকারের সার্বিক একটি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ, তবে সর্বজনীন পেনশনের বিষয়ে আলাদা মন্তব্য করা যাবে না। কারণ, এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে কিছু বিষয় পরিষ্কার করেছে। এর বাইরে কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। অচলাবস্থার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি, এর আগে অনেক সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ ছিল। তখন তো আমরা এভাবে বলিনি যে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা কিছু কর্মসূচি দিচ্ছেন। তবে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণের পর এ বিষয়ে বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার