হোম > জাতীয়

সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে: জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য রোরি ম্যানগোভেন। 

আজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার প্রধান রোরি ম্যানগোভেন এ কথা বলেন। তাঁর নেতৃত্বে তিনজনের একটি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। 
 
বৈঠকের পর রোরি ম্যানগোভেন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের জন্য কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা যায়, সে বিষয় কথা হয়েছে।’ 

তিন সদস্যের এই দলটি ঘটনাগুলোর তদন্তের মূল দল নয় জানিয়ে সংস্থাটির এই কর্মকর্তা বলেন, এবারের সফরে তাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তদন্তের ক্ষেত্রে এখানকার চাহিদা ও অগ্রাধিকার কেমন, তা জানবেন। এর বাইরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এই কাজে কীভাবে সহায়তা দিতে পারে, তা বোঝার চেষ্টা করবেন। 

রোরি ম্যানগোভেন বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। 

আজ সকালে দেওয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের অনুরোধেই সংস্থাটি তদন্তের সুযোগগুলো খতিয়ে দেখছে। তিন সদস্যের এই দলটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এরপর তথ্যানুসন্ধানের জন্য আরেক দল বিশেষজ্ঞ আসবেন।

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোক

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা