হোম > জাতীয়

সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে: জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে সরকারকে সহায়তার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য রোরি ম্যানগোভেন। 

আজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার প্রধান রোরি ম্যানগোভেন এ কথা বলেন। তাঁর নেতৃত্বে তিনজনের একটি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। 
 
বৈঠকের পর রোরি ম্যানগোভেন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের জন্য কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা যায়, সে বিষয় কথা হয়েছে।’ 

তিন সদস্যের এই দলটি ঘটনাগুলোর তদন্তের মূল দল নয় জানিয়ে সংস্থাটির এই কর্মকর্তা বলেন, এবারের সফরে তাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তদন্তের ক্ষেত্রে এখানকার চাহিদা ও অগ্রাধিকার কেমন, তা জানবেন। এর বাইরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এই কাজে কীভাবে সহায়তা দিতে পারে, তা বোঝার চেষ্টা করবেন। 

রোরি ম্যানগোভেন বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। 

আজ সকালে দেওয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের অনুরোধেই সংস্থাটি তদন্তের সুযোগগুলো খতিয়ে দেখছে। তিন সদস্যের এই দলটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এরপর তথ্যানুসন্ধানের জন্য আরেক দল বিশেষজ্ঞ আসবেন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান