হোম > জাতীয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব: ৬ জনকে আটক করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। আজ রোববার সকালে তাঁদের সচিবালয় থেকে আটক করা হয়। 

আটক ছয়জনের মধ্যে একজনের নাম আয়েশা। তিনি কম্পিউটার অপারেটর। তাঁর কাছে কেবিনেটের চাবি ছিল। আরেকজনের নাম জোসেফ, তাঁর কাছেও চাবি ছিল বলে জানা গেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। 

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নুর সাংবাদিকদের বলেন, সচিবালয় থেকে নথি গায়েবের ঘটনাটি গত বৃহস্পতিবার দুপুরে জানাজানি হয়। পরে বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রী ও ক্যাবিনেট সচিবকে জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি সিআইডি ও শাহবাগ থানায় একটি জিডি করতে নির্দেশ দেন। 

মন্ত্রণালয়ে কাউকে সন্দেহ করা হচ্ছে কি না— এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সন্দেহের বাইরে কেউ না। আমিও নিজেও সন্দেহের বাইরে না। সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল না তবে মন্ত্রণালয় থেকে কীভাবে নথি গায়েব হলো, সেটি খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এর আগে রোববার সকালে সিআইডি স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করে। সকালে তারা ১১ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি। 

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ