হোম > জাতীয়

সেপ্টেম্বরের মধ্যেই ৫ সিটিতে ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ ক্ষেত্রে দুই সিটিতে একদিনে ও অপর তিন সিটিতে একসঙ্গে একই দিনে ভোট হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা জানান তিনি। 

এ সময় নির্বাচনগুলোতে সরকার থেকে অর্থ বরাদ্দ পেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। মো. আলমগীর বলেন, ‘যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সে জন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে আগেই করা।’ 

আজ ইসির অনানুষ্ঠানিক সভা হয়েছে। এতে চলতি বছর আসন্ন সিটি নির্বাচনগুলো নিয়ে আলোচনা হয়। ওই সভার সূত্র ধরে ইসি আলমগীর বলেন, এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মার্চের পর একসঙ্গে কয়েকটি নির্বাচনের তফসিল দেওয়া হবে। 

মো. আলমগীর আরও জানান, যেসব সিটির ক্ষণ গণনা আগে শুরু হবে সেগুলোতে আগে ভোটের আয়োজন করবে ইসি। এ ক্ষেত্রে গাজীপুর, খুলনা ও রাজশাহীর ক্ষণগননা আগেই শুরু হবে। আর বরিশাল ও সিলেটের পরে বিধায় এই দুই সিটির ভোটও পরে আয়োজন করা হবে। 

সিটি নির্বাচনগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার হবে কিনা জানতে চাইলে আলমগীর বলেন, ‘এটা নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার হবে।’ 

সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনে কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করা হবে।’ 

সিসি ক্যামেরা নিয়ে সরকারের সদিচ্ছার অভাব আছে বলে মনে করেন না মো. আলমগীর। তিনি বলেন, ‘সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারেন। দলের সঙ্গে সরকারের মন্তব্যের রিলেশন করা যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।’ 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন