হোম > জাতীয়

অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় অন্তত সাত বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করেছেন। 

মালয়েশিয়ায় ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ রাজধানী কুয়ালালামপুরের পাসার হারিয়ান সেলায়াং এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশি সাত শ্রমিকসহ নথিবিহীন ১০৮ বিদেশিকে আটক করা হয়েছে। 

কুয়ালালামপুর পুলিশের প্রধান আল্লাউদিন আব্দুল মজিদ বলেন, অভিযানের লক্ষ্য ছিল শহরের আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বিশেষ করে যারা নথিবিহীন অভিবাসীদের। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫২ নাগরিক রয়েছেন। এ ছাড়া বাকিদের মধ্যে মিয়ানমারের ৩৫, ভারতের ১২, বাংলাদেশের ৭ এবং পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন। 

এর আগে, গত বুধবার অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করা হয়। 

দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষের দিক থেকে দেশজুড়ে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। নথিবিহীন বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর