হোম > জাতীয়

৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। ঠিক কবে নাগাদ চালু হবে তা জানা যায়নি। 

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন। 
 
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের ফ্লাইট চালুর কথা জানানো হয়। টুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এ চিঠির পরিপ্রেক্ষিতে ভারত কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনার পর ভারত ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ভারত সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানায় ভারত।

বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে চিঠি দেয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ১৭ আগস্ট জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ আগস্ট থেকে ভারতের সঙ্গে সপ্তাহে দুটি ফ্লাইটের ঘোষণা দিয়েছিল।

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান