হোম > জাতীয়

৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। ঠিক কবে নাগাদ চালু হবে তা জানা যায়নি। 

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন। 
 
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের ফ্লাইট চালুর কথা জানানো হয়। টুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এ চিঠির পরিপ্রেক্ষিতে ভারত কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনার পর ভারত ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ভারত সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানায় ভারত।

বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে চিঠি দেয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ১৭ আগস্ট জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ আগস্ট থেকে ভারতের সঙ্গে সপ্তাহে দুটি ফ্লাইটের ঘোষণা দিয়েছিল।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন