হোম > জাতীয়

ভারত–পাকিস্তানের সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান চায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ এশীয়ায় কোনো ধরনের সংঘাত চায় না সরকার। বাংলাদেশ চায়, আলাপ–আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হোক।’

উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার টেলিফোনে ভারতের সঙ্গে দেশটির চলমান উত্তেজনার বিষয়ে কথা বলেন। পাকিস্তান কী বলেছে, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, পাকিস্তানের মন্ত্রী তাঁর ভাষায় ভারতের ‘অপ্রমাণিত’ অভিযোগ ও সিন্ধু নদীর পানি ভাগাভাগি বিষয়ে চুক্তি স্থগিত করাসহ ‘একতরফা’ বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশকে জানান। এ ছাড়া, পাকিস্তান কী কী পদক্ষেপ নিয়েছে, তাও বাংলাদেশকে জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশীয়ায় কোনো ধরনের সংঘাত চায় না, এটা পাকিস্তানকে বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে, বাংলাদেশ আলাপ–আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান চায়।

ভারতকেও বাংলাদেশের এ অবস্থানের বিষয়ে জানানো হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ভারত কিছু না বললে আগবাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না সরকার।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী