হোম > জাতীয়

ডেঙ্গু রোগী ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ গত দুদিন কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা আবার বেড়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৮ জন এবং বাইরে ৩০ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ১৪১ জন। ঢাকার বাইরে ছিলেন ২৪ জন। 

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ১ হাজার ৪ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯৪ জন। বাইরে ভর্তি আছে ২১০ জন। 
ডেঙ্গুতে আক্রান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন। এ সময় মারা গেছেন ৬৮। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ১০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে একজন ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জনসহ মোট ৫৪ জন। এই ৫৪ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন ধরে রোগী ভর্তি হচ্ছে। তবে সেখানে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয়।

কীটতত্ত্ববিদেরা বলেছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক