পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত যানজটমুক্ত ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ও যানবাহন ব্যতীত অন্য ভারী যান চলাচল আগামী ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ–সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জুলাই পর্যন্ত মহাসড়কে কাভার্ড ভ্যান, ট্রাক, লরি, চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, কোরবানির পশু, জ্বালানি, ওষুধ, ত্রাণ, সংবাদপত্র, পশুবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গত ১৫ জুলাই থেকে বাস, ট্রেন ও লঞ্চ চালু করেছে সরকার, যা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে। আগামী ২৩ জুলাই থেকে সারা দেশে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। তখন বন্ধ থাকবে যাত্রীবাহী সব যানবাহন।