নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে গুলশানে বাস ভবনে ৮৩ বছর বয়সে মারা যান বলে জানিয়েছেন তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী।
ভগ্নিপতি বলেন, সকাল ৯টায় বাসায় মারা যান শামসুল হুদা।
শামসুল হুদার মরদের এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে জানিয়ে আশফাক কাদেরী বলেন, মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফন হবে।
নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন।