হোম > জাতীয়

ঈদে নাশকতা প্রতিরোধে অনলাইনেও নজর রাখছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শনে যান র‍্যাব কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব একাধিক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গণপরিবহন থেকে শুরু করে শপিং মল, ঈদগাহ এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া, র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং এর মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা বা গুজব প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে তারা।

র‍্যাব কর্তৃপক্ষ জানায়, ঈদের সময় ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যেখানে অতিরিক্ত ভাড়া আদায় বা টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া, রাজধানীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সব অনুষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা হবে। একদিকে, শপিং মল ও বিপণি বিতান সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যাটিক টহল বাড়ানো হয়েছে, অন্যদিকে নারীদের উত্ত্যক্ত করা বা যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে যান র‍্যাব কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

সার্বিকভাবে, ঈদে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। বিশেষত, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে ভার্চুয়াল জগতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক