হোম > জাতীয়

আজ নয়, ফাইজারের ১০ লাখ টিকা আসবে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফায় আগেই জানানো হয়েছিল কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা দেশে পাচ্ছে বাংলাদেশ। তবে আজ নয়, আগামী ১ সেপ্টেম্বর টিকাগুলো দেশে পৌঁছাবে বলে নতুন করে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

নতুন তথ্যে বলা হয়েছে, আগামী বুধবার বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনের একটি বিমান আমেরিকা থেকে টিকাগুলো নিয়ে পৌঁছাবে। 

এ ছাড়া চীন থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসার কথা। সেটিও আজ পৌঁছাবে কিনা এখনো নিশ্চিত নয় মন্ত্রণালয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীনের টিকা কখন আসবে সেটি পরে জানানো হবে। 

গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে। 

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়। 

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ