হোম > জাতীয়

ড. ইউনূস জাতির সম্পদ, তাঁকে অত্যন্ত সম্মান করি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

‘ড. মুহাম্মদ ইউনূস জাতির সম্পদ, তিনি নোবেল বিজয়ী। তবে তিনি অপরাধমূলক কাজ করেছেন। প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হয়েছে।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের ধোপাদিঘিরপাড়ে নিজ প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ড. ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতির সম্পদ, তিনি একজন নোবেল বিজয়ী। আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী আছেন, যারা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাঁদের শাস্তিও হয়েছে। এই ক্ষেত্রে দেখা যায়, যে আমাদের নোবেল জয়ী, তিনি ক্রিমিনাল কাজ করেছেন। আমি যেটা জানি, উনি ওনার শ্রমিকদের পয়সা দেন নাই। ওদের তিনি ঠকাইছেন। সেই জন্য তাঁর বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার।’ 

ড. ইউনূসের বিরুদ্ধে কারাদণ্ডের রায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কি না—এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার জন্য অন্য কোনো ধরনের কিছু হবে বলে আমি মনে করি না। এটা একটা প্রচলিত আইনের প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। তারপর এভিডেন্সের ভিত্তিতে তাঁরা জাজমেন্টটা দিয়েছেন। এতে আমার মনে হয় না কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান দেয়। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’ 

সম্প্রতি নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না। বিবিসি তো এ ধরনের বিভিন্নরকম প্রতিবেদন দেয়। প্রায়ই তারা দেয়। এক সময় তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে; এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া। মিডিয়া তো অনেক সময় ঝকমারি কিছু বলেন। যাতে অ্যাট্রাকশন হয়। বাংলাদেশের এই নির্বাচনটাও নিয়ে অনেকে আলোচিত হচ্ছেন। তারা একটা ঝকমারি কিছু দিয়েছে। আমার মনে হয় না কোনো রিপোর্টিংয়ের ভিত্তিতে কোনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়।’ 

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে শত শত পত্রিকা বের হয়। সব দেশেই সরকার একটা বিচার বিশ্লেষণ করে, তাদের নিজেদের দেশের স্বার্থ চিন্তা করে; ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক। কোনো দেশের সঙ্গেই আমাদের শত্রুতা নেই। সুতরাং এই ক্ষেত্রে একটা, দুইটা রিপোর্ট নিয়ে আমরা আতঙ্কিত না।’ 

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা করতে পারলেই আমরা সফল। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করল না করল, সেটা সেকেন্ডারি বিষয়। দেশবাসী কী মনে করে সেটাই ইম্পর্ট্যান্ট।’ 

প্রবাসীদের নিয়ে এ সভার আয়োজন করে ড. মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব। সভায় প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন—আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, ফ্যাশন হাউস ‘মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, ফারুক আহমদ চৌধুরী, ফকরুল চৌধুরী, কল্লোল আহমদ, কাজী কায়েস, সাজেদুর রহমান, ইফজাল চৌধুরী, আহমেদুল কবীর প্রমুখ।

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ