হোম > জাতীয়

অর্ধেক আসনে যাত্রী নিয়ে কীভাবে বাস চলবে, বৈঠক আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধকে যাত্রী পরিবহন ও ভাড়া বাড়ানো হবে কি-না, সেসব নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে আগামীকাল বুধবার বৈঠক হবে। 

বৈঠকের বিষয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মাদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, করোনার সংক্রম বাড়ার কারণে সরকারের নির্দেশনা অনুয়ায়ী কীভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে এবং ভাড়া নিয়ে আলোচনা করারা জন্য বুধবার দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা হবে। 

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতাও বৈঠকের বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে ভাড়া নিয়ে আলোচনা হবে। বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

এদিকে লঞ্চের বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘লঞ্চগুলোয় অর্ধেক যাত্রী নিয়ে চলার কোনো নির্দেশনা ফরমালি আমাদের এখনো জানানো হয়নি। কর্তৃপক্ষ জানালে, তখন আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকের। লঞ্চ মালিকের আগামী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রেখেছে।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা