হোম > জাতীয়

মঙ্গলবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ৯ জুন যুক্ত হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (৯ জুন) থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। আজ রোববার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

শরিফুল আলম বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ৯ জুন থেকে নয় জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটারসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করা হবে। এর আগে গত ২৪ মে থেকে ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার নয় জোড়া ট্রেন সারা দেশে চালু করা হয়। 

আন্তনগর ট্রেনগুলো হলো–অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো–ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, বিরল কমিউটার, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, কলেজ ট্রেন। 

এদিকে আগামী মঙ্গলবার (৮ জুন) থেকে কাউন্টারে বিক্রি হবে ট্রেনের টিকিট। করোনা সংক্রমণের কারণে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। শুধু অনলাইনে এ টিকিট কেনা যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ জুন থেকে প্রতিটি রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। 

তবে ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিটের মধ্যে অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে। বাকিগুলো আগের মতোই অনলাইনে পাওয়া যাবে।

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত