হোম > জাতীয়

মঙ্গলবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ৯ জুন যুক্ত হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (৯ জুন) থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। আজ রোববার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

শরিফুল আলম বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ৯ জুন থেকে নয় জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটারসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করা হবে। এর আগে গত ২৪ মে থেকে ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার নয় জোড়া ট্রেন সারা দেশে চালু করা হয়। 

আন্তনগর ট্রেনগুলো হলো–অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো–ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, বিরল কমিউটার, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, কলেজ ট্রেন। 

এদিকে আগামী মঙ্গলবার (৮ জুন) থেকে কাউন্টারে বিক্রি হবে ট্রেনের টিকিট। করোনা সংক্রমণের কারণে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। শুধু অনলাইনে এ টিকিট কেনা যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ জুন থেকে প্রতিটি রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। 

তবে ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিটের মধ্যে অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে। বাকিগুলো আগের মতোই অনলাইনে পাওয়া যাবে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন