হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে তিন হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হলেন।

সরকারি সংস্থাটির তথ্য মতে, এ বছরের মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং জুলাই মাসে দুই হাজার ৬৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আর চলতি মাসের প্রথম পাঁচ দিনে ৩৬০ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৩ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৭ জন এবং বাইরে ৭৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের।

ঢাকার বাইরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিলেট ও চট্টগ্রামের মানুষ। প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে কক্সবাজারে। মোট ১৪ জনের নয়জনই এ জেলার। বাকিরা রাজধানীর বাসিন্দা।

বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর