হোম > জাতীয়

‘শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করেন না। রাজনীতি করতে পারেন না। আজ বুধবার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানির সময় এসব কথা বলেন আদালত।

আজ এই শুনানি ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে তা মুলতবি করেন।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত। পরে ১৭ মে অভিযোগ গঠনের ওই আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসনের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

আজ শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা শঙ্কিত।’ আদালত বলেন, কী হয়েছে, বলুন?

এ জে মোহাম্মদ আলী বলেন, ‘বিচারপতিরা কী শপথবদ্ধ রাজনীতিবিদ? এক বিচারপতি এটা বলেছেন। এ কারণে আমরা শঙ্কিত।’

আদালত বলেন, ‘শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করেন না। রাজনীতি করতে পারেন না। বাইরে কে, কোন প্রসঙ্গে বলছেন, সেই বক্তব্য আদালতে বলে আমাদের মিসগাইড করবেন না। আমাদের প্রতি অনাস্থা থাকলে বলুন।’

এ সময় এজে মোহাম্মদ আলী বলেন, ‘আপনাদের প্রতি আমাদের আস্থা আছে।’ 

তখন আদালত বলেন, ‘আমরা (বিচারপতিরা) প্রহসনের বিচার করলে আল্লাহ আমাদের বিচার করবেন। আর আপনারা আদালতের কাছে মিথ্যা সাবমিশন করলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।’ এরপর খালেদার পক্ষে এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর ওই মামলা করে দুদক।

বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি লাশ গুম হয়—চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা

শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার

সাবেক এমপি জুয়েল ও পরিবারের সদস্যদের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৫ বছরে বিচার বিভাগে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করা হয়েছিল: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঘন কুয়াশায় ঢাকার ৮ ফ্লাইট নামল সিলেট-কলকাতা-হ্যানয়ে

২০২৫ সালে সড়কে নিহত ৯ হাজার ১১১