হোম > জাতীয়

চার সপ্তাহ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না দুই আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত বর্জন নিয়ে প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ে তাঁরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্যসচিব শাহ আহমেদ বাদল। 

এর আগে গত ৩ জানুয়ারি এ দুই আইনজীবীকে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, হাজির হয়ে সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আদেশ অনুযায়ী দুই আইনজীবী বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির হন। এ সময় ব্যাখ্যা দিতে তাঁদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। পরে আদালত চার সপ্তাহ সময় দেন।

গত ১ থেকে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্য ছিল বলে অভিযোগ তোলা হয়।

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব