হোম > জাতীয়

সীমান্ত হত্যার ব্যাখ্যা দিল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

২১ ডিসেম্বর মধ্য রাতে সীমান্ত হত্যার ব্যাখ্যা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১-২২ ডিসেম্বর ২০২১ মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে প্রায় ১৫ জনের একটি দল ভারতীয় অংশে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৫০ মিটার দূরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি পৌঁছায় এবং বেড়ার ওপারে ব্যাগ ছুড়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে প্রায় ১০ জন বাংলাদেশি আগে থেকেই তা সংগ্রহ করতে জড়ো হয়েছিল।
 
এতে বলা হয়, সীমান্তের কাঁটাতারের কাছে দায়িত্ব পালনরত দুই বিএসএফ কর্মী স্টান গ্রেনেড দিয়ে দুর্বৃত্তদের ভয় দেখানোর চেষ্টা করে বিফল হয়। একজন বিএসএফ কনস্টেবলকে ভারতীয় অংশে দুর্বৃত্তরা আটক করে তাঁর রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির সময়ে তাঁর রাইফেল থেকে গুলি বের হয়ে যায়। গুলি চালানোর পরে, উভয় পক্ষের দুষ্কৃতকারীরা বেড়া থেকে তাদের নিজেদের সীমার দিকে পালাতে শুরু করে।

কাঁটাতারের বিপরীত দিকে ১০-১২ মিটারের মধ্যে একজন আহত দুষ্কৃতীকারী বিএসএফ সদস্যদের নজরে আসে। তিনি হয়ত বেড়ার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারতীয় অংশে ধস্তাধস্তির সময়ে রাইফেল থেকে বেরিয়ে যাওয়া গুলিতে আহত হয়েছিলেন। এরপর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেওয়া হয় এবং আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামের ইব্রাহীম বলে জানা গেছে।
 
হাইকমিশন জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করতে আজ সকালে ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন