হোম > জাতীয়

সীমান্ত হত্যার ব্যাখ্যা দিল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

২১ ডিসেম্বর মধ্য রাতে সীমান্ত হত্যার ব্যাখ্যা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১-২২ ডিসেম্বর ২০২১ মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে প্রায় ১৫ জনের একটি দল ভারতীয় অংশে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৫০ মিটার দূরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি পৌঁছায় এবং বেড়ার ওপারে ব্যাগ ছুড়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে প্রায় ১০ জন বাংলাদেশি আগে থেকেই তা সংগ্রহ করতে জড়ো হয়েছিল।
 
এতে বলা হয়, সীমান্তের কাঁটাতারের কাছে দায়িত্ব পালনরত দুই বিএসএফ কর্মী স্টান গ্রেনেড দিয়ে দুর্বৃত্তদের ভয় দেখানোর চেষ্টা করে বিফল হয়। একজন বিএসএফ কনস্টেবলকে ভারতীয় অংশে দুর্বৃত্তরা আটক করে তাঁর রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির সময়ে তাঁর রাইফেল থেকে গুলি বের হয়ে যায়। গুলি চালানোর পরে, উভয় পক্ষের দুষ্কৃতকারীরা বেড়া থেকে তাদের নিজেদের সীমার দিকে পালাতে শুরু করে।

কাঁটাতারের বিপরীত দিকে ১০-১২ মিটারের মধ্যে একজন আহত দুষ্কৃতীকারী বিএসএফ সদস্যদের নজরে আসে। তিনি হয়ত বেড়ার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারতীয় অংশে ধস্তাধস্তির সময়ে রাইফেল থেকে বেরিয়ে যাওয়া গুলিতে আহত হয়েছিলেন। এরপর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেওয়া হয় এবং আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামের ইব্রাহীম বলে জানা গেছে।
 
হাইকমিশন জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করতে আজ সকালে ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে