হোম > জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে সরকার

একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদ্‌যাপন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে সরকার। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরো ঢাকায় তৎপর থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিজিবি প্রধান মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাবের প্রধান এম খুরশীদ হোসেনসহ অন্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

আলোচনায় উঠে আসে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদ্‌যাপন করতে এবারও প্রতিবছরের মতো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর এলাকায় অতিরিক্ত ভিড় রোধে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার দৃশ্যমান ও অদৃশ্যমান সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। বিদেশি কূটনৈতিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্যও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

পুরো শহীদ মিনার ও আশপাশের এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। ডিএমপির পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রয়োজনীয় ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণ করবে। 

ঢাকাসহ অন্য মেট্রোপলিটন এলাকা ও বিভাগীয় শহরসহ সারা দেশে যেসব এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হবে, সেসব এলাকায়ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে হাদির দাফনের প্রস্তুতি

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

হাদির জানাজায় জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা না আনার অনুরোধ পরিবারের

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, সংসদ ভবনে জানাজার প্রস্তুতি

হাদির জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় জনস্রোত

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার উসকানিমূলক পোস্টে রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ