হোম > জাতীয়

ঈদে এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে: খাদ্য উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে দেশের ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি দরিদ্র-হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, মার্চ-এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।

ভূমি উপদেষ্টা আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশই নামজারির কাজ শেষ হবে। অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে। জমির মিউটেশনের কাজও ডিজিটাল করার কাজ চলমান রয়েছে। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে আল ইমাম মজুমদার বলেন, ‘দেশে এখন পর্যন্ত যে কয়টি ভালো নির্বাচন হয়েছে এবং যে কয়টি সমালোচিত নির্বাচন হয়েছে তা-ও প্রশাসন করেছে। তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই হয়। আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবেই ব্যবহার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে এখন যে নির্বাচন হবে, প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির