অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিদেশের মাটিতে আওয়ামী দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।
আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবীদের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না। জনগণ তাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। যদি তিনি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো-টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি তারও অনুরূপ পরিণতি হতে পারে।’
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগের ইতিহাস মানেই ফ্যাসিজম, খুন–ধর্ষণ, গণতন্ত্রকে হত্যার ইতিহাস।’
আইনজীবীদের আরও সচেতন থাকতে হবে উল্লেখ করে কায়সার কামাল বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছেন, টুপ করে নাকি দেশে ঢুকে পড়বেন। টুপ করে দেশে ঢোকার যে দু:সাহস দেখা যাচ্ছে এর কারণ তার লালিত–পালিত কিছু উচ্ছিষ্টভোগী এখনো আমাদের দেশে আছে। অতএব অবিলম্বে উচ্ছিষ্টভোগীদের গ্রেপ্তার করতে হবে।’