হোম > জাতীয়

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সাবেক উপপুলিশ কমিশনার, ডিএমপি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাঁকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর বিরুদ্ধে বাগেরহাট জেলা ফকিরহাট থানায় হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারা (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা রয়েছে। এ মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২)–এ বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন