হোম > জাতীয়

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সাবেক উপপুলিশ কমিশনার, ডিএমপি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাঁকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর বিরুদ্ধে বাগেরহাট জেলা ফকিরহাট থানায় হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারা (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা রয়েছে। এ মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২)–এ বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম