হোম > জাতীয়

তাহলে তো তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলা হবে: উপদেষ্টা খলিলুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমাকে যদি আজকে বলা হয়, আপনি বিদেশি নাগরিক; তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে, আপনি বিদেশি নাগরিক।’ আজ বুধবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক এক মন্তব্যের পর খলিলুর রহমানের এই বক্তব্য এল। সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এক সমাবেশে খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেছেন এবং এখনো সেখানে তাঁর বসবাসের সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান? তাঁর আসল পরিচয় কী, তা জনগণের জানার অধিকার রয়েছে।

সালাহউদ্দিনের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক পরিসরে বিতর্ক সৃষ্টি হয়। খলিলুর রহমান ‘বিদেশি নাগরিক’ বলে পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। তিনি নিজে আজ সংবাদ সম্মেলনে সরাসরি প্রতিক্রিয়া জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সঙ্গে, কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই—আমি একমাত্র বাংলাদেশের নাগরিক।’

তিনি আরও বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না, প্লিজ। আর কেউ যদি কিছু বলতে চান, তাহলে তার প্রমাণ দিতে হবে। ঢিল ছুড়বেন, বুঝেশুনে ছুড়বেন—সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে।’

খলিলুর রহমানের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে আনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মামলার কারণে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির