হোম > জাতীয়

সহজকে ২ লাখ টাকা জরিমানা, ‘সন্তুষ্ট’ সেই আন্দোলনকারী রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রনি।

গত ১৩ জুন অনলাইনে টাকা পেমেন্ট করলেও টিকিট পাননি রনি। এ ঘটনায় রেলওয়ে ও ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন রনি। আজ বুধবার ২০ জুলাই সকাল ১০টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভাকক্ষে রনির অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রনির অভিযোগের সত্যতা পেয়ে সহজ ডটকমকে ভোক্তা আইনের ৫৭ ধারায় এই অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তর। শুনানির সময় অভিযোগকারী মহিউদ্দিন রনি ও সহজ ডটকমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে সহজকে এই টাকা পরিশোধ করতে হবে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি। 

রায়ের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, ‘আমি রায়ে যথেষ্ট সন্তুষ্ট।’ 

বাগেরহাটের ৪টি আসন বহাল, ফিরল না গাজীপুর ৬

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য, ইউনেসকোর স্বীকৃতি

আজ সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব মেনেও মনবদল ইয়াহিয়ার

জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন এনায়েত হোসেন

ইতালির লিওনার্দো এসপিএ থেকে জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ

মৎস্য ভবন এলাকায় নতুন এক সেফ হাউসের বর্ণনা দিলেন হাসনাত

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা