হোম > জাতীয়

আমির হামজা পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতীয় সংসদ ভবনে জঙ্গি হামলার পরিকল্পনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় ধর্মীয় বক্তা আমির হামজাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) আমির হামজাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক কাজী মিজানুর রহমান তাঁর দশদিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে গতকাল সোমবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে আটক করে সিটিটিসির একটি দল। তাঁকে সোমবারই ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাঁকে সংসদ ভবনে হামলার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ৫ মে সন্ধ্যায় শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন সাকিব ওরফে আল সাকিবকে একটি তলোয়ার, একটি কালো পতাকাসহ গ্রেপ্তার করে সিটিটিসির একটি দল। আল আমিন স্বীকার করেন ওই দিন রাতেই তলোয়ার ও কালো পতাকা নিয়ে সংসদ ভবনে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ বা হামলার পরিকল্পনা ছিলো তাদের। এরপর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।

আল আমিন সাকিবকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, আরও অনেকেই এই হামলায় অংশ নেওয়ার কথা ছিল। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যোগাযোগ করে রেখেছিলেন। কিন্তু আগেই তিনি আটক হওয়ায় অন্যান্যরা অংশ নিতে পারেননি। গত ১৬ মে আল আমিন সাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন। ধর্মীয় উগ্রবাদী আরেক বক্তা রাজবাড়ির বাজার জামে মসিজদের খতিব উসামা, আমির হামজাসহ আরও কয়েকজনের বিভিন্ন বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামের সদস্যরা এই পরিকল্পনা নিয়েছিল।

আমির হামজার রিমান্ড আবেদনে বলা হয়, আমির হামজা এজাহারনামীয় আসামি আনসার আল ইসলামের সদস্য মো. আল আমিন সাকিবসহ অন্যান্যদের তার বক্তৃতার মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ করেছে এবং অত্র হামলা করার বিষয়ে ইন্ধন প্রদান করেছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। আসামি আমির হামজার কথিত উগ্রবাদী বক্তব্য ইউটিউবে দেখে পূর্বে গ্রেপ্তার আসামি সাকিব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে পুলিশের গুলিতে শহীদ হবে মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, যা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিতে উঠে এসেছে।

আবেদনে আরও বলা হয়, হামজা তথাকথিত জিহাদের নামে পবিত্র কোরআন শরিফ ও হাদিসের অপব্যাখ্যা করে উগ্রবাদী বয়ান দেন এবং যুব সমাজকে উগ্রবাদ সমর্থনে ইন্ধন দেন ও উদ্বুদ্ধ করেন। এ ছাড়া তাঁর এই উগ্রবাদী বয়ানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উগ্রবাদেও প্রচার ও প্রসারে লিপ্ত রয়েছেন।

এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, পলাতক অপরাপর আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তার করা এবং অর্থ ও মদতদাতাদের শনাক্তের লক্ষ্যে আসামি আমির হামজাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের প্রয়োজন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান