হোম > জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহের শৈলকূপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।

এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।

শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’

জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর