ঢাকা: ভারতের ২০২৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি করলো তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাকের সঙ্গে আর থাকছেন না নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর। তৃণমূলের হয়ে কাজ করবে তাঁর সংস্থা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে এই ভোট কৌশলীর ভূমিকা প্রশ্নাতীত। ভারতে এখন পিকে নামেই অধিক পরিচিত।
এবারের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় আসার পর প্রশান্ত জানিয়েছিলেন, তিনি এই কাজ থেকে সরে দাঁড়াবেন। গতমাসে এনডিটিভিকে প্রশান্ত বলেন, আমি যথেষ্ট করেছি। এখন এই পদ ছাড়তে চাই।
এই মুহূর্তে ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে জয়ী করার দায়িত্বও পড়েছে আইপ্যাকের ওপর। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে ভোট চলাকালীনই প্রশান্ত কিশোর দেখা করেছিলেন অমরেন্দ্রর সঙ্গে। এরপর অমরেন্দ্র টুইটে বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছি। পাঞ্জাবের মানুষের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
২০১৭ সালেও অমরেন্দ্রর নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিল প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’। কিন্তু সেই সময় তাঁর কৌশল পছন্দ হয়নি অমরেন্দ্রর। এর আগে উত্তরপ্রদেশে কংগ্রেস এবং প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গেও কাজ করেছে আইপ্যাক। বিজেপিকে হারাতে এবার পিকে অস্ত্রেই ভরসা রেখেছেন অমরেন্দ্র।