হোম > জাতীয়

তথ্য দেয়নি ঢাকার অধিকাংশ হাসপাতাল, ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জন মারা গেছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৬ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৫৬ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৪৩ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর আক্রান্তের সংখ্যা জানানো হয় ১ হাজার ৩৬১ জন।

হঠাৎ মৃত্যু ও আক্রান্ত কমে যাওয়ার পেছনে অবশ্য কারণ রয়েছে। ঢাকার অধিকাংশ হাসপাতাল আজ অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে তথ্য পাঠায়নি। এর মধ্যে ঢাকার ২৯টি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতালসহ ছয়টি সরকারি হাসপাতালও রয়েছে। যেখানে মুগদা হাসপাতালেই ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৯৬ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪০৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৩ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫১৬ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ১০ হাজার ৭৯৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ২১১ জন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৯৬৪ এবং ঢাকার বাইরে ৮ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। 

গত ২৪ ঘণ্টায় ১ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণমাত্রার নিরাপত্তা মহড়া, সফলভাবে উদ্ধার যাত্রীরা