হোম > জাতীয়

উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৪ জুন) রাতে এটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

চাকরি অধ্যাদেশ জারির ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগির কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে কমিটিতে সদস্য করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের কমিটিকে সাচিবিক সহায়তা দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন, চাকরি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।

সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সাত দিনের নোটিশ দিয়ে যে কাউকে চাকরিচ্যুত করার পথ তৈরি হয়েছে।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের সাতজন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। ১৫ জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন কর্মচারী নেতারা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি

নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন—ইসিকে আইজিপি

কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুর: ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা

গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

২৫ ডিসেম্বর যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ