হোম > জাতীয়

উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৪ জুন) রাতে এটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

চাকরি অধ্যাদেশ জারির ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগির কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে কমিটিতে সদস্য করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের কমিটিকে সাচিবিক সহায়তা দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন, চাকরি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।

সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সাত দিনের নোটিশ দিয়ে যে কাউকে চাকরিচ্যুত করার পথ তৈরি হয়েছে।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের সাতজন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। ১৫ জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন কর্মচারী নেতারা।

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ