হোম > জাতীয়

উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৪ জুন) রাতে এটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

চাকরি অধ্যাদেশ জারির ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগির কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে কমিটিতে সদস্য করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের কমিটিকে সাচিবিক সহায়তা দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন, চাকরি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।

সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত ২৫ মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সাত দিনের নোটিশ দিয়ে যে কাউকে চাকরিচ্যুত করার পথ তৈরি হয়েছে।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত মঙ্গলবার পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের সাতজন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। ১৫ জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন কর্মচারী নেতারা।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল