হোম > জাতীয়

করোনায় ফের বাড়ল মৃত্যু, কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু এবং ৬ হাজার ৯৫৯ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

আর গত ১৩ আগস্ট ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৬৫ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। টানা ১৯ দিন পর এদিনই এক দিনে মৃত্যু ২০০–এর নিচে নামে। 

এছাড়া গত ১০ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এর আগে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল গত ৫ আগস্ট। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭১৯টি সক্রিয় ল্যাবে ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করলে ৭ হাজার ৫৩৫ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। 

গতকাল ২৪ ঘণ্টায় ৭১৭টি সক্রিয় ল্যাবে ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৯৫৯ টির ফল পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ২১ দশমিক ০৮ শতাংশ। 

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭২ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫২, রাজশাহীতে ৯, খুলনায় ২৬, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ ও ময়মনসিংহে ৮ জনের মৃত্যু হয়েছে। 

এক দিনে করোনায় মৃত ১৯৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, বাসায় ৩ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৩ জন কোভিড রোগী। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১৬ আর নারী ৮২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১–১০০ বছর বয়সী ২ জন, ৮১-৯০ বছর বয়সী ১২ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৪ জন, ৬১-৭০ বছর বয়সী ৬৯ জন, ৫১–৬০ বছর বয়সী ৪১ জন, ৪১–৫০ বছর বয়সী ১৯ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১১ জন এবং ২১–৩০ বছর বয়সী ৯ জন এবং ১১–২০ বছর বয়সী একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১২ হাজার ৯৫০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। আর মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৪৭ জন করোনা রোগীর। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’