হোম > জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা করতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে সব আহত ও গ্রেপ্তারকৃতদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

আবেদনের পক্ষে শুনানি করেন—জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রায়হান আলম। 

আদেশের পর রায়হান আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর এবং আহত ও গ্রেপ্তারকৃতদের মুক্তিযোদ্ধা কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না, সব আহত ও গ্রেপ্তারকৃতদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সমপরিমাণ মাসিক সুযোগ–সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন