হোম > জাতীয়

ফাইজারের টিকা আসছে রোববার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।

জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।

রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব