হোম > জাতীয়

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে ১৭৭ জন প্রার্থী সড়ে দাঁড়িয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৩, ভাইস চেয়ারম্যান পদে ৫১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন রয়েছেন। প্রথম ধাপে ১৯৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।

আজ মঙ্গলবার এই ধাপে প্রত্যাহারের শেষদিন মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদে ২ হাজার ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই, আপিল ও প্রত্যাহার শেষে তিন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১ হাজার ৮২৮ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৫, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। 

এ ছাড়া ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন