হোম > জাতীয়

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশ পুলিশের এসআই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান উদ্ধার হয়েছেন। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এসআই আশিকুর সুস্থ আছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি গোষ্ঠী কর্তৃক অপহৃত হয়েছিলেন তিনি।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত এসআই আশিকুর সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে অপহৃত হন।

আশিকুর চলতি বছরের ২১ এপ্রিল শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আইপিও (ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান। পুলিশ সুপার (এসপি) থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া ওই দলে।  

জানা যায়,গতকাল আশিকুরের অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরে ওয়াকিটকি সেটের লোকেশন শনাক্ত করে তাঁকে উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সুদানে যুদ্ধ চলার কারণে সীমান্তবর্তী অনেক সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ বেড়েছে। 

আফ্রিকার এ দেশটিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য বর্তমানে কর্মরত। সেখানে বাংলাদেশের দেড় হাজারের বেশি সেনাসদস্যও রয়েছেন। 

১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ওই সব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা পেয়েছে।

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ