হোম > জাতীয়

রোববার থেকে চালু হচ্ছে তিন জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-গাজীপুর রুটে আগামী রোববার (২০ জুন) থেকে চালু হচ্ছে আরও তিন জোড়া যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার দুপুরে ট্রেন চালু হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

করোনার কারণে সীমিত আকারে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যার কারণে ঢাকা-গাজীপুর রুটের সব লোকাল, কমিউটার ও ডেমু ট্রেন চলাচল রাখা হয়েছে। আগামী রোববার থেকে এই রুটে যেসব ট্রেন চালু হচ্ছে সেগুলো হল-তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু ও টাংগাইল কমিউটার ট্রেন।

ট্রেন চালুর বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'সম্প্রতি গাজীপুর ও উত্তরায় যানজটের কারণে ঢাকা থেকে গাজীপুর যাওয়া লোকজনের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন যাত্রীদের ভোগান্তি নিরসনে এই রুটের বন্ধ থাকা ট্রেনগুলো চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আগামী রোববার থেকেই এসব ট্রেনের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'এসব কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। অনলাইনে দেওয়া হবে না। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না।'

এর আগে গত ২৪মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন