হোম > জাতীয়

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। আজ মঙ্গলবার বিমানবাহিনী সদর দপ্তরে আসেন বাংলাদেশে সফররত ভারতের বিমানবাহিনী প্রধান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে। সাক্ষাৎকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ভারতের বিমানবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সদরদপ্তরে এসে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

ভারতের বিমানবাহিনী প্রধান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান তিন সদস্যের প্রতিনিধি দলসহ গতকাল সোমবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতের বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন