হোম > জাতীয়

আর কেউ মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে যাঁরা আছেন, তাঁরা আর মুক্তিযোদ্ধা হওয়ার আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদনের পেজটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বীরাঙ্গনারা আবেদন করতে পারবেন। তবে যাঁরা বিদেশে অবস্থান করছেন, তাঁরা সংশ্লিষ্ট অ্যাম্বাসির (দূতাবাস) মাধ্যমে আগামী ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।’

আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান, চিকিৎসাসেবা প্রদান, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাসংক্রান্ত বুকলেটের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আজ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বহু প্রত্যাশিত ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে আমরা ১৩টি জেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করছি। জেলাগুলো হচ্ছে—গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নড়াইল ও গাজীপুর। বাকি জেলাগুলোর প্রিন্টিং কাজ দ্রুতগতিতে চলছে। আগামী আগস্ট মাসের মধ্যে বাকি সবার কাছে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড পৌঁছাতে পারব।’ এ আইডি কার্ড জালিয়াতি ঠেকাতে ১২ ধরনের সিকিউরিটি এবং সার্টিফিকেটে ১৪ ধরনের সিকিউরিটি রয়েছে বলেও জানান মন্ত্রী। 

চিকিৎসাসেবা সম্পর্কে মোজাম্মেল হক জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল এবং ঢাকার ২২ বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এরই মধ্যে ১৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে। হাসপাতালসমূহ অতিরিক্ত অর্থ চাহিদা দিলে দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। পরিচয়পত্র পাওয়ার আগে পর্যন্ত সমন্বিত তালিকা দেখানো হলেই মুক্তিযোদ্ধারা এসব হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, নির্বাচন নিয়ে মহামান্য আদালতে রিট থাকায় নির্বাচন করা সম্ভব হয়নি। এখন নির্বাচনের সমস্ত বাধা দূর হয়েছে। সমন্বিত তালিকা আমাদের প্রস্তুত আছে। নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করবে।’ 

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা