হোম > জাতীয়

শিমুল বিশ্বাসের নেতৃত্বে রেল কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বৈঠক, সমাধান এল না

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

কর্মবিরতি প্রত্যাহারে রাজি করাতে রেলওয়ের শ্রমিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রানিং স্টাফদের দাবি, তাঁরা এই বৈঠকে ছিলেন না। তবে তাঁদের দাবির পক্ষে অন্য সংগঠন বৈঠকে অংশ নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি মিটিংয়ে আছেন। এ বিষয়ে পরে জানাবেন।

রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বৈঠক আমাদের সঙ্গে ছিল না। এটা রেলওয়ের যে অন্যান্য ট্রেড ইউনিয়ন আছে যারা আমাদের এই অধিকার রক্ষার সঙ্গে একমত তারা বসেছিল। তারা সবাই শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠক করেছেন। এটা আমাদের অধিকার নিয়েই, যা খর্ব করা হয়েছে।’

এই শ্রমিক নেতা বলেন, ‘আমরা সবাইকে বুঝিয়েছি আমাদের বিষয়গুলো। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও ছিলেন। আমরা তাঁদেরও বুঝিয়েছি। আমাদের যে দাবিগুলো এই ব্যাপারে সবাই একমত। তবে এই দাবিগুলো কেন রেল মন্ত্রণালয় অগ্রাধিকারে নিচ্ছে না বা অর্থ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করছে, সেটা আমাদের জানা নেই।’

সাঈদুর রহমান বলেন, ‘এই আন্দোলনকে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখন রেলপথ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করলে আমরা দায়ভার নিতে পারি না। আমরা কর্মসূচি দিয়েছি আর এটা ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ না রেলওয়ের বিধিবিধান অনুযায়ী আমাদের প্রাপ্যটা না পাব।’

তবে তিনি বৈঠকে অংশ নেননি উল্লেখ করে বলেন, ‘আমার শামসুর রহমান শিমুল বিশ্বাসদের সঙ্গে কথা হয়েছে। রেলওয়ের কারও সঙ্গে বৈঠক হয়নি।’

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’