হোম > জাতীয়

চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
 
প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে। এর মধ্যে কিছু থাকবে অনুদান। কিছু হবে সুদমুক্ত ঋণ।’ 

শেখ হাসিনা বলেন, চীন সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও সমালোচকেরা বলছে এ সফরে কোনো প্রাপ্তি নেই। 

২১টি সমঝোতা স্মারক সই ও সাতটি এমওইউ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ণ তালিকা দেওয়া আছে। ২১টির নামও আছে। আপনারা চাইলে পড়তে পারি। অনেক সময় অনেকে বলেন কিছুই হয়নি। কিছুই না পেয়ে খলি হাতে ফিরেছি। ওরাতো বলবেই। তাঁরা আবার মনে কষ্ট পেতে পারে।’ 

সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা কী জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। আমি বিষয়টি খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালের দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এ ধরনের নেতিবাচক কথা বলছে। এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সব সময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা হয়। বলতে বলতে এত বেশি বলে, যারা বলছে বলতে দেন। এখানে আমার কিছু যায় আসে না।’ 

তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাঁর আগে ভারত গেলাম, সেখানে বলা হয়েছিল ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছি। চীনে গেলাম, বলে কিছুই দেয়নি। এগুলো বলেই আসছে। ভারতের কাছে দেশ বিক্রি, চুক্তি বাতিল করতে হবে নানা কথা। এটা একধরনের লোকের মানসিক অসুস্থতা বলে মনে করি। মানসিক অসুস্থতা ছাড়া বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাঁদের জন্য করুণাই হয় আমার। তাঁদের নিয়ে কিছু বলার নাই।’

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির