হোম > জাতীয়

চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
 
প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে। এর মধ্যে কিছু থাকবে অনুদান। কিছু হবে সুদমুক্ত ঋণ।’ 

শেখ হাসিনা বলেন, চীন সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও সমালোচকেরা বলছে এ সফরে কোনো প্রাপ্তি নেই। 

২১টি সমঝোতা স্মারক সই ও সাতটি এমওইউ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ণ তালিকা দেওয়া আছে। ২১টির নামও আছে। আপনারা চাইলে পড়তে পারি। অনেক সময় অনেকে বলেন কিছুই হয়নি। কিছুই না পেয়ে খলি হাতে ফিরেছি। ওরাতো বলবেই। তাঁরা আবার মনে কষ্ট পেতে পারে।’ 

সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা কী জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। আমি বিষয়টি খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালের দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এ ধরনের নেতিবাচক কথা বলছে। এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সব সময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা হয়। বলতে বলতে এত বেশি বলে, যারা বলছে বলতে দেন। এখানে আমার কিছু যায় আসে না।’ 

তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাঁর আগে ভারত গেলাম, সেখানে বলা হয়েছিল ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছি। চীনে গেলাম, বলে কিছুই দেয়নি। এগুলো বলেই আসছে। ভারতের কাছে দেশ বিক্রি, চুক্তি বাতিল করতে হবে নানা কথা। এটা একধরনের লোকের মানসিক অসুস্থতা বলে মনে করি। মানসিক অসুস্থতা ছাড়া বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাঁদের জন্য করুণাই হয় আমার। তাঁদের নিয়ে কিছু বলার নাই।’

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি