হোম > জাতীয়

হামলার হুমকি নেই, সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের হামলার হুমকি নেই। তার পরও সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ র‍্যাবের বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। ডক স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকব। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের টহল টিম ও সাদা পোশাকে কাজ করবে র‍্যাব।’

আবদুল্লাহ আল মামুন জানান, শহীদ মিনার এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড ও বিশেষ টিম মোতায়েন থাকবে। পাশাপাশি র‍্যাবের একটি মেডিকেল টিম থাকবে। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘ভার্চুয়াল জগতে গুজব ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করবে।’ 

এক প্রশ্নের জবাবে র‍্যাবের ডিজি বলেন, ‘সারা দেশে র‍্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টহল টিম কাজ করবে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর জন্য কাজ করছে র‍্যাব। আমরা আশা করছি এমন কেউ সাহস করবে না কিছু ঘটানোর।’ 

যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের পক্ষ থেকে এই নম্বরে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগ করতে বলা হয়েছে। 

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক