হোম > জাতীয়

হামলার হুমকি নেই, সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের হামলার হুমকি নেই। তার পরও সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ র‍্যাবের বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। ডক স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকব। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের টহল টিম ও সাদা পোশাকে কাজ করবে র‍্যাব।’

আবদুল্লাহ আল মামুন জানান, শহীদ মিনার এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড ও বিশেষ টিম মোতায়েন থাকবে। পাশাপাশি র‍্যাবের একটি মেডিকেল টিম থাকবে। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘ভার্চুয়াল জগতে গুজব ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করবে।’ 

এক প্রশ্নের জবাবে র‍্যাবের ডিজি বলেন, ‘সারা দেশে র‍্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টহল টিম কাজ করবে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর জন্য কাজ করছে র‍্যাব। আমরা আশা করছি এমন কেউ সাহস করবে না কিছু ঘটানোর।’ 

যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের পক্ষ থেকে এই নম্বরে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগ করতে বলা হয়েছে। 

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে