একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের হামলার হুমকি নেই। তার পরও সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ র্যাবের বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।
শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল মামুন জানান, শহীদ মিনার এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড ও বিশেষ টিম মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাবের একটি মেডিকেল টিম থাকবে।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘ভার্চুয়াল জগতে গুজব ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে তা মোকাবিলায় র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করবে।’
যে কোনো তথ্য বা সমস্যায় র্যাবের পক্ষ থেকে এই নম্বরে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগ করতে বলা হয়েছে।