আগামী মাসে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কাল বৃহস্পতিবার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভার পর বিকাল চারটায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। অবশ্য অন্যান্য বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা শুরু হবে ডিসেম্বরে।