হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত হয়নি, মর্গে এখনো ৮ লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।

আজ সোমবার দুপুরে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জমশের আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পত্রিকাকে জমশের আলী বলেন, ‘নিহতদের অনেকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। তাই তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি নিখোঁজদের নিকটতম আত্মীয়, অর্থাৎ বাবা–মা, সন্তান, ভাই–বোনদের আসার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকে জানেন না, নিহতদের শনাক্তের প্রক্রিয়া কী হবে। তাই সবাইকে আমরা সিআইডিতে আসার আহ্বান জানিয়েছি।’

জমশের আলী বলেন, ‘নিহত ১৩ জনের ডিএনএ প্রোফাইল সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষিত আছে। তাদের মধ্যে ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল এবং আটজনের লাশ এখনো মর্গে। যদি কোনো পরিবার শহীদদের পরিচয় জানতে চান তাহলে শহীদদের নিকটতম আত্মীয়-স্বজনকে সিআইডির ফরেনসিক বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।’

যোগাযোগের ঠিকানা—ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকা। মোবাইল নম্বর: ০১৩২০-০১০৫৭২

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন