হোম > জাতীয়

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ রোববার আপিল শুনানির প্রথম দিনে এ পর্যন্ত ২১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার আপিল শুনানিতে উপস্থিত রয়েছেন।  

এখন পর্যন্ত যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন—টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, খুলনা-৪ আসনের তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার, ঢাকা-২০ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মিনহাজ উদ্দিন, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, মাদারীপুর-২ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, মুন্সিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মমতাজ সুলতান আহমেদ, যশোর-৩ আসনের জাকের পার্টির মো. মহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান ও কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির এ টি এম মন্জুরুল ইসলাম। 

বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আবেদন জমা পড়ে। এসব আপিল আবেদনের মধ্যে ৩০টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে। 

প্রতিদিন ১০০ আপিল শুনানি হবে। শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা